নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাম ব্যবহার করে প্রশাসনের অনুমতি ছাড়াই অর্ধশতাধিক ভূয়া ফেসবুক প্রোফাইল ও পেইজ চালু রয়েছে। এসকল অননুমোদিত সকল পেইজ, গ্রুপ বা প্রোফাইল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পরিবারের সদস্যগণের নামে সৃষ্ট প্রোফাইল আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (১৬ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বেশ কিছুদিন যাবৎ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যগণের (বাংলা ও ইংরেজি) পরিচয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেইজ বা প্রোফাইল পরিচালিত হচ্ছে এবং প্রায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি লঙ্ঘিত হয় এরূপ পোস্ট বা সংবাদ পরিবেশিত হচ্ছে। অতি সম্প্রতি এ প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নথি পর্যালোচনায় দেখা যায় যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে (ইংরেজি বা বাংলা) কোন অনুমোদিত ফেসবুক পেইজ, গ্রুপ বা প্রোফাইল নেই। বিধায় আতিষ্ট হয়ে আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে (বাংলা/ইংরেজি) অননুমোদিত সকল পেইজ, গ্রুপ বা প্রোফাইল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পরিবারের সদস্যগণের নামে সৃষ্ট প্রোফাইল বন্ধ/ডিলিট করার জন্য বলা হলো। অন্যথায় সংশ্লিষ্ট পেইজ, গ্রুপ বা প্রোফাইল পরিচালনাকারীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নামে অনেক ভুঁইফোড় গ্রুপ-পেজে অনেক সময় মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য, উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন ব্যক্তির নামে কুৎসা রটনা, ব্যক্তি স্বার্থ হাসিল, অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন, মেয়েদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।
এদিকে এই অননুমোদিত পেইজ এক সপ্তাহ পর বন্ধ না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সকল ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। তিনি বলেন, আমরা আজ এ বিষয়ে মিটিং করেছি। এতে সকল ভূয়া পেইজে’র তালিকা করেছি। আগামী এক সপ্তাহ পর বন্ধ না হলে, যারা উচ্চতর প্রযুক্তি নিয়ে যারা কাজ করে তাদের সহযোগিতা নিয়ে পেজগুলো বন্ধ করা হবে এবং যারা এগুলো পরিচালনা করেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।