ইবির নির্মাণাধীন ভবনের পিলার ভেঙ্গে শ্রমিকের মৃত্যু

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণসামগ্রী গায়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে দ্বিতীয় প্রশাসনের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম ওবায়দুর রহমান(৪০)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর গ্রামের আব্দুল লতিফের সন্তান।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন তিনি। ওই সময় কর্মরত সাইড ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ বলেন, পাইলিং করার সময় পাইলের ৪ফুট পরিমাণ অংশ ড্রাইভ করা যাচ্ছিল না। ওই অংশটুকু কেটে ফেলানোর সময় পিলারের একটা অংশ তার গায়ের উপর পড়লে গুরুত্বর আহত হন তিনি।

আহতাবস্থায় প্রথমে তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি (ইনচার্জ) অফিসার আব্দুস সালাম সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মনিরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গেছে।

আরও পড়ুন...