নাজমুল হুসাইন, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফাইন আর্টস বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায়
ইংরেজি বিভাগের সেমিনার লাইব্রেরিতে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
ফাইন আর্টস বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, প্রভাষক রাইহান উদ্দিন ফকির, সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. শিরিনা বিথীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস বিভাগটি ইতিমধ্যে অনেক সুনাম অর্জন কুড়িয়েছে। এই বিভাগটিকে সকল ক্ষেত্রে এগিয়ে নিতে আমি সর্বাত্মক চেষ্টা করবো। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী এবং পূর্বের সভাপতিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
এছাড়াও অনুষ্ঠানে ফাইন আর্টস বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান কে বিদায়ী সংবর্ধনা এবং শিক্ষার্থীদের হাতে আঁকা চিত্রকর্ম প্রদান করা হয়।
উল্লেখ্য, নতুন সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম কর্মজীবনে ফরিদপুরের স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক সভাপতি, শেখ হাসিনা হলের প্রভোস্ট, সাবেক প্রক্টর , বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক প্রভোস্ট, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সাবেক যুগ্ম-মহাসচিব, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সহ সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ঝিনাইদহ জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।