পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে ‘দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া শাসককে স্বৈরাচার হতে উৎসাহিত করে’ শীর্ষক আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে এ প্রতিযোগিতা আয়োজন করে লালন শাহ হল ডিবেটিং সোসাইটি। এসময় সংগঠনটির প্রবীণ বিতার্কিকদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি আনিসুর রহমান সাইমন ও সাধারণ সম্পাদক ইয়ামান মুসতাহসিন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি দিদারুল ইসলাম রাসেল, শেখ রাসেল হলে ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আলী আরমান রকী ও নাহিদ ইসলাম এবং স্পীকার ছিলেন সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতায় সরকারী দলে ছিলেন- মোয়াব্বেজ রহমান জীম, রাশেদ ইসলাম ও মোহাইমিনুল ইসলাম রক্তিম। বিরোধী দলে ছিলেন ইয়াসিন আলী, মিশুক শাহরিয়ার ও জাহেদুল ইসলাম। এতে সরকারী দল বিজয়ী হয়েছেন। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন ইয়াসিন আলী।
এসময় অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, একজন শাসকের মনোভাব অনেক ক্ষেত্রে তাকে স্বৈরাচার হতে উৎসাহিত করে। সময়ের সীমাবদ্ধ বেশি প্রভাব রাখে না। অনেক শাসক দীর্ঘকাল শাসনক্ষমতায় থাকলেও তারা স্বৈরাচারী হয়নি। আবার অনেকে কম।সময় শাসনক্ষমতায় থেকেও স্বৈরাচার হয়েছে। এক্ষেত্রে শাসকদের মনোভাবই মূল বিবেচ্য। আমি হল ডিবেটিং সোসাইটির সকলকে ধন্যবাদ জানাই এমন একটি বিষয়ে বিতর্ক আয়োজনের জন্য।