পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের রুমে এবং গেটের অভ্যন্তরে ধুমপানসহ সকল প্রকার মাদক সেবনে নিষেধাজ্ঞা দিয়েছে হল প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান হল প্রভোস্ট।
মঙ্গলবার (২১ জানুয়ারি) হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ রাসেল হলের আবাসিক ছাত্রদের জন্য জানানো যাচ্ছে যে, হলের ব্যক্তিগত রুমে এবং হল গেটের অভন্তরে ধুমপান ও কোন প্রকার মাদক সেবন করা যাবে না। শিক্ষার্থীদের এই আদেশ মেনে চলার নির্দেশ দেওয়া হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছি। তখন তারা অভিযোগ জানিয়েছে যে, হলের রুমে বসে কিছু শিক্ষার্থী ধুমপান করে। এতে অন্য শিক্ষার্থীদের সমস্যা হয়। তাই বিজ্ঞপ্তি দিয়ে এটা বন্ধের বিষয়ে বলা হইছে।