‘ইবির হলে প্রবেশের সময়সীমা শীতকালীন ছুটির জন্য কার্যকর’

পিবিএ,ইবি প্রতিনিধি: সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আবাসিক হলে রাতে প্রবেশে ছাত্রদের জন্য রাত ১১টা ও ছাত্রীদের মাগরিবের আজানের পরে ১৫ মিনিট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে হলে প্রবেশের সময়সীমা সংক্রান্ত নির্দেশনা শুধু শীতকালীন ছুটিতে কার্যকর থাকবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. এ.বি.এম জাকির হোসেন।

গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেনের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে নিশ্চিত করেন।

অধ্যাপক ড. এ.বি.এম জাকির হোসেন বলেন, হলে রাতে বহিরাগত মানুষজন প্রবেশ করে থাকে। হলের নিরাপত্তার জন্য এসব বহিরাগত প্রবেশ বন্ধ করতে আমরা কাউন্সিলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পরিবার হিসেবে বিবেচনা করি। শীতকালীন ছুটিতে নিরাপত্তার স্বার্থে এই প্রবেশসীমা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে শীতকালীন শব্দটা না আসায় শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা গিয়েছে।

আরও পড়ুন...