নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ অর্থবছরের সংশোধিত এবং ২০২২-২৩ অর্থবছরের মূল অনুন্নয়ন বাজেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম-এর নিকট হস্তান্তর করেছেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে বাজেট-বই হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ছিদ্দিক উল্যা, উপ-পরিচালক (অডিট) শেখ মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিকট ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিকৃত ২০০ কোটি ১৪ লক্ষ টাকার বিপরীতে কমিশন নিজস্ব আয় ৮ কোটি ১ লক্ষ টাকা সহ ১৫৮ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়। ২০২২-২৩ অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিকৃত ২১০ কোটি ৪০ লক্ষ টাকার বিপরীতে নিজস্ব আয় ৯ কোটি সহ কমিশন ১৫৯ কোটি ৬৯ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে।
উল্লেখ্য, ১৯৯৫-১৯৯৬ অর্থবছর থেকে ২০২০-২০২১ অর্থবছর পর্যন্ত ২৬টি অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি ৭৮ কোটি ৬১ লক্ষ ৪৯ হাজার টাকা।