ইবি কর্মকর্তা সমিতির ‘ফ্যামিলি ডে’ উদযাপন

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: উদ্বোধনী সভা, ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ‘ফ্যামিলি ডে’ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে উদ্বোধনী সভা আরম্ভ হয়।

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি এ.টি.এম এমদাদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুটের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আজকের এ অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মকর্তাদের পারিবারিক বন্ধন সৃষ্টি হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আগমণে আজকের এ অনুষ্ঠান নতুন-পুরাতনের মিলন-মেলায় পরিণত হয়েছে। আসুন আমরা সবাই মিলে এ বিশ^বিদ্যালয়ের উন্নয়নে কাজ করি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বদ্ধপরিকর হয়।’

সভা শেষে বিশ^বিদ্যালয়ের ফুটবল মাঠে কর্মকর্তা ও তাদের সহধর্মিণী এবং সন্তানদের জন্য বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে মধ্যাহ্ন ভোজ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে র‌্যাফেল ড্র এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

আরও পড়ুন...