ইবি চারুকলার দেড়শ ছবি প্রদর্শিত হচ্ছে কিবরিয়া ছাপচিত্র প্রদর্শনীতে

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: রাজধানীর লালমাটিয়ায় কলাকেন্দ্রে ৯ দিনব্যাপী ১২তম কিবরিয়া ছাপচিত্র প্রদর্শনী চলছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এটি চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। দেশি-বিদেশি দর্শনার্থী ও ছাপচিত্রপ্রেমীরা এ প্রদর্শনীতে আসছেন।

‘সুলভ ‍মূল্যে ছাপচিত্র, সবার জন্য ছাপচিত্র’ স্লোগানকে ধারণ করে ‘ ২০১২ সালের পহেলা জানুয়ারি থেকে কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিওর পক্ষ থেকে শুরু হয় কিবরিয়া ছাপচিত্র মেলা। উদ্দেশ্য ছাপচিত্রের এ মাধ্যমকে জনপ্রিয় করে তোলা। এবছরও গত ০৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রদর্শনীতে অংশ নিয়েছে মোট ১৯টি প্রতিষ্ঠান। এরমধ্যে রয়েছে ভারতের একটি কলেজও। প্রদর্শিত হচ্ছে প্রায় পাঁচ শতাধিক ছবি।

এদিকে, কিবরিয়া ছাপচিত্র প্রদর্শনীতে ১৫০ টি শিল্পকর্ম নিয়ে অংশ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ৪৫ জন শিল্পীর শিল্পকর্ম রয়েছে।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র ডিসিপ্লিনের প্রভাষক রফিকুল ইসলাম বলেন, আমরা দ্বিতীয়বারের মতো অংশ গ্রহণ করছি এই প্রদর্শনীতে। এটা ছাপচিত্র প্রেমীদের জন্য একটি মিলনমেলা। এমন শিল্পকর্ম প্রদর্শনী আরও ছড়িয়ে পড়ুক, ছাপচিত্রের প্রসার ঘটুক। এছাড়া তিনি সার্বিক বিষয়ে সহযোগিতার জন্য বিভাগের সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বাংলাদেশের আধুনিক চিত্রকলা আন্দোলনের অন্যতম পথিকৃৎ শিল্পী মোহাম্মদ কিবরিয়া। ১৯২৯ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বীরভূমে জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে তিনি কলকাতা সরকারি আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক পর্যায়ের শিক্ষা সমাপন এবং ১৯৫৬-৬২ সালে জাপানের টোকিও থেকে চিত্রকলায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।

তিনি একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, জাপানের সংস্কৃতিমন্ত্রীর পুরস্কারসহ বহু পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর ইমেরিটাস হিসেবে মনোনীত করা হয়। ২০১১ সালের ৭ জুন প্রখ্যাত এ চিত্রশিল্পী মারা যান। তার স্মরণে এক যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে কিবরিয়া ছাপচিত্র প্রদর্শনী।

 

আরও পড়ুন...