ইবি চারুকলা’র ব্যবহারিক পরীক্ষা ১৭ই জুলাই

নাজমুল হুসাইন ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তির ব্যবহারিক পরীক্ষা আগামী ১৭ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে এটি অনুষ্ঠিত হবে। বিভাগটির সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে অংকনের কাগজ সরবরাহ করা হবে। তবে তাদের পেন্সিল, রাবারসহ আনুসঙ্গিক সকল জিনিস সঙ্গে নিয়ে আসতে হবে। এসময় তিনি আরও বলেন, পরীক্ষা গ্রহণের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার ফলাফলের বিষয়ে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে পরীক্ষার পরদিন অর্থাৎ ১৮ই জুলাই ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, পরীক্ষার্থীদেরকে অবশ্যই জি.এস.টি. গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার আবেদনের স্লিপ সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন...