নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: অনলাইন বা অফলাইনে সহজেই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ দাপ্তরিক তথ্য পাওয়ার সুবিধার্তে ‘ইসলামীক ইউনিভার্সিটি টিচার্স ইনডেক্স’ অ্যাপ তৈরি করে শিক্ষক সমিতি। বেশ কিছুদিন শিক্ষার্থী ও কর্তাব্যক্তিরা অ্যাপটির সুবিধা ভোগ করলেও সম্প্রতি সুবিধার পরিবর্তে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বর্তমানে অ্যাপটি মোবাইলে ইন্সটল করলে মোবাইল হ্যাং হয়ে যায় এবং দীর্ঘক্ষণ স্ক্রীনে লোডিং দেখালেও শেষ পর্যন্ত কোন তথ্য মেলে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। ফলে জরুরি মুহূর্তে প্রয়োজনীয় নাম্বার ও তথ্য না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ অনেকেরই।
‘ইবি টিচার্স ইনডেক্স’ অ্যাপ: সুবিধার পরিবর্তে দুর্ভোগ
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর অ্যাপটি ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েন ফাইন আর্টস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ। তিনি জানান, একটা জরুরি মুহুর্তে বিভাগের একজন শিক্ষকের নম্বরের প্রয়োজন পড়ে। পরে এক বন্ধু টিচার্স ইনডেক্স অ্যাপটির সাহায্যে নাম্বারটি জোগাড় করার কথা বলেন। অ্যাপটি ইন্সটল দিয়ে ওপেন করলে হঠাৎ মোবাইল হ্যাং করে এবং স্ক্রীনে লোডিং দেখায়। এভাবে দীর্ঘসময় অপেক্ষা করেও অ্যাপটির সুবিধা পায় নি।
লোক প্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী মুনতাকিম বলেন, বিশ্ববিদ্যালয়ের কেউ হঠাৎ অসুস্থ হলে, কোনো অপরাধ হতে দেখলে বা মেয়েরা ইভটিজিংয়ের শিকার হলে জরুরি মুহুর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করার জন্য অ্যাপটির সহযোগিতা পেতে গেলে উল্টো ভোগান্তি বেড়ে যায়। সেবার উদ্দেশ্য এটি তৈরি হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে বহুগুণে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডায়েরির আদলে সকল শিক্ষক, দফতর প্রধান ও নূন্যতম একজন সহযোগীর নাম, মোবাইল নম্বর ও ই-মেইল যুক্ত তথ্যের মাধ্যমে সহজে যোগাযোগ করতে একটি অ্যাপ তৈরির উদ্যোগ নেয় শিক্ষক সমিতি। যার প্রেক্ষিতে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ইসলামীক ইউনিভার্সিটি টিচার্স ইনডেক্স’ অ্যাপ চালু করে তৎকালীন শিক্ষক সমিতি।
শিক্ষক, কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ দাপ্তরিক তথ্য সংবলিত অ্যাপটি অনলাইন ও অফলাইনের মাধ্যমে ব্যবহার করা যাবে বলে জানিয়েছিলেন মোবাইল অ্যাপস ডেভলপার ও ‘ইসলামীক ইউনিভার্সিটি টিচার্স ইনডেক্স’ অ্যাপ নির্মাতা ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রাসেল।
তবে বর্তমানে অ্যাপটির ত্রুটি নিয়ে ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে অ্যাপটির কার্যকারিতা কমে যাওয়ার অন্যতম কারণ, এটি আপডেট করা হয় না। ওয়েবসাইট আপডেট করতে গেলে একটা অর্থের প্রয়োজন হয়। আপডেট করা হলে আবারও ঠিকঠাক চলবে। মূলত ফান্ডিং না দেওয়ার কারণে অ্যপটির এমন অবস্থা!
এ বিষয়ে ‘ টিচার্স ইনডেক্স’ অ্যাপ নির্মাতা কমিটির প্রধান ও তৎকালীন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমিও এই অভিযোগটা বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তা থেকে পেয়েছি। এটা নিয়ে অ্যাপস নির্মাতা ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রাসেলের সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সে আমাদের ফোন রিসিভ করে না। তার যে চাহিদা সেটা আমাদেরকে জানাক যদি আমাদের পারগতা থাকে তাহলে আমরা আপডেট করবো নতুবা বিকল্প কোনো উপায় খুঁজতে হবে।