নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল এগারো টায় বিশ্ববিদ্যালয়ের টি এস সি সি’র ৩য় তলায় এটি অনুষ্ঠিত হয়। এসময় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র রোভার মেট মূসা হাসেমী। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও সিনিয়র রোভার মেট এস এ এইচ ওয়ালিউল্লাহ।
এসময় নবীন শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘পৃথিবীকে যেমন পেয়েছ, তার চেয়ে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করো’-বি.পি’র একটি কথা আমাদের প্রেরণা জুগিয়েছে। আমরা সবাই চেষ্টা করবো নিজেদের সর্বোচ্চটা দিয়ে মানবতার সেবায় কাজ করতে।
এসময় স্কাউট সম্পাদক অধ্যাপক ড.রুহুল কে এম সালেহ বলেন, সারাদেশে কোথাও স্কাউটের একজন সদস্য কোনো অপ্রিতীকর ঘটনা ঘটায় না। প্রতিটি স্কাউট একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে। “পৃথিবীকে যেমন পেয়েছ, তার চেয়ে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করো”- এই নীতি অনুসরণ করে আমরা চলি। যারা আজ নবীন তোমাদের কে পেয়ে অনেক খুশী। তোমরা স্কাউটে যুক্ত হয়ে নিজেদের ব্যক্তিত্ব উন্নয়ন করবে এটাই কাম্য।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শেষে বিদায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।