পিবিএ,ইবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বেলা ১১ টায় মীর মোশাররফ হোসেন ভবনে বিভাগের কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নবীনদের মাঝ থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, বিভাগ ও ভর্তি যাত্রার অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। পরে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগের শিক্ষকরা উপদেশ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. তৌহিদুল আনাম। আরো উপস্থিত ছিলেন বিভাগটির সহকারী অধ্যাপক সাহিদা আখতার, আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান, অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক সাহিদা আখতার নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনে চলার ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো স্বাধীন মত প্রকাশের জায়গা। এখানে তুমি জীবনের সর্বোচ্চ পর্যায়ে যেতে আবার জীবন ধ্বংস করার সমস্ত উপকরণ এ জায়গায় আছে। ভর্তি পরীক্ষার দীর্ঘ যাত্রার পর বিশ্ববিদ্যালয় জীবনে পর্দাপণ করেছো। তোমাদের কাছে পরিবারের অনেক প্রত্যাশা। তোমরা পরিবার ও বিভাগের সুনাম উজ্জ্বল করবে।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, আমাদের বিভাগে বিভিন্ন সীমাবদ্ধতা আছে। কিন্তু তার মাঝেও কোনো সেশন জট নেই। এই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় দক্ষতার স্বাক্ষর রেখে চলছে। তোমরা বিশ্বিবদ্যালয়ে নতুন এসেছো। আমি বিশ্বাস করি তোমরা সবাই সৎ, যোগ্য ও পরিশ্রমী। কর্মজীবনে তোমরাও তোমাদের দক্ষতার পরিচয় দিবে। এখানে আসার পথটা সবার একরকম ছিলোনা। হয়তো ভবিষ্যতেও সবার পথচলা মসৃণ হবেনা। কিন্তু তার মাঝেও এগিয়ে যেতে হবে। কখনো হেরে যাওয়া যাবে না। আমরা সবাই মিলে এই পরিবারকে সামনে এগিয়ে নিবো। তোমরা যেকোনো সমস্যায় বিভাগের শিক্ষকদের জানাবে। আমরা সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম বলেন, আইন বিভাগের শিক্ষার্থীরা প্রায় প্রতিটি পেশায় যেতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আইন প্রয়োজন। তোমরা আইন শিখবে এবং আইন মেনে চলবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল পরিচয় আছে। তারার বিভিন্ন জায়গায় বিচারক হিসেবে আছেন। তোমরাও পড়াশোনা শেষে সফলতা অর্জন করবে। সকলের জন্য আমার দরজা সবসময় খোলা। আমি চাই তোমরা সবজায়গায় নেতৃত্বের আসনে যাবে।