ইবি শিক্ষক সমিতি’র সভাপতি আনোয়ার-সম্পাদক মামুন

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে। এতে ১২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ১২১ ভোটে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মামুনুর রহমান। বুধবার রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মিজানুর রহমান।

জানা যায়, নির্বাচিতরা সকলেই আওয়ামীপন্থী শিক্ষক। অন্যদিকে জামায়াতের প্যানেল থেকে কোনো প্রার্থী নির্বাচিত হয়নি।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ (১২৩ ভোট) এবং যুগ্ম সম্পাদক প্রফেসর ড. ধনজ্ঞয় কুমার (১১২ ভোট) ও কোষাধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম আব্দুল্লাহ (১১৯ ভোট)।

এছাড়া নির্বাচিত সদস্যরা হলেন- প্রফেসর ড. শাহাজাহান মন্ডল (১২৭ ভোট), প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া (১২৬ ভোট), প্রফেসর ড. আনিছুর রহমান (১২৬ ভোট), সহযোগী অধ্যাপক কে. এম. শরফুদ্দিন (১২৫ ভোট), সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন (১২২ ভোট), সহকারী অধ্যাপক মাজেদুল হক (১২০ ভোট), প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান (১১৫ ভোট), সহকারী অধ্যাপক সাহিদা আখতার (১১৪ ভোট), প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান (১১২ ভোট) ও প্রফেসর ড. দেবাশীষ শর্মা (১১১ ভোট)।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ৪০৮ জন ভোটারের মধ্যে ২৮২ জন ভোটাধিকার প্রদান করেন। এর মধ্যে ৬ টি ভোট বাতিল হয়। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামীপন্থী শিক্ষকদের দুইটি ও জামায়াতপন্থী একটি প্যানেলের ৪৫ জন ও একজন এককভাবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন...