নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে এক ঘন্টার পদযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে দশটা থেকে কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ পদযাত্রা কর্মসূচি পালন করেন তাঁরা। এতে কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। জেলা প্রশাসক ও জেলা মাজিস্ট্রেট (ডিসি) এহেতেশাম রেজা ছুটিতে থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মহসীন উদ্দীন।
পদযাত্রাটি কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে আরম্ভ হয়ে মুজিব চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়। এতে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেন তারা। এসময় তারা ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ এবং ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’সহ বিভিন্ন স্লোগান দেন।
স্মারকলিপি দেওয়ার পরে সহকারী কমিশনার মহসীন উদ্দীন বলেন, আমরা প্রসিডিউর অনুযায়ী যথাস্থানে আপনাদের মেসেজ জানিয়ে দিব।
ইবির সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, আমাদের আজকের দাবি রাষ্ট্রপতির কাছে। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের বার্তা পৌঁছাতে চাই। আমার চাই, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশনে ডেকে কোটার যৌক্তিক সংস্কার করা হোক।