পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির তিন সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের অনিন্দ্য সাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সায়েম আহমেদ মনোনীত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদির এবং সংগঠনটির সাবেক সভাপতি আলী আরমান ও নাজমুস সাকীব এ নতুন কমিটির অনুমোদন দেয়। কমিটিকে অনতিবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে।
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম রবি।
নব মনোনীত সাধারণ সম্পাদক সায়েম আহমেদ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিতর্ক ধারাতে অনেক কিছু সংযোজন বিয়োজনের প্রয়োজন অনুভব করি আমি। তাই সেগুলোর উপর কাজ করার ইচ্ছা আছে।
শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটিকে জাতীয় পর্যায়ে ভালো কিছু অর্জনের লক্ষে কাজ করতে চাই। এক্ষেত্রে সংগঠনের সকল বিতার্কিকদের সহযোগিতা চাই।