ইবি শেখ হাসিনা হল থেকে অন্য হলের ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ

পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে অবস্থানরত অন্য হলে এটাস্ট শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আবাসিক শিক্ষার্থীদের নিজ নামের বরাদ্দকৃত সীটে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) হল কর্তৃপক্ষ এই মর্মে একটি নোটিশ জারি করেন।

নোটিসে বলা হয়, দেশরত্ন শেখ হাসিনা হলের সকল আবাসিক ছাত্রীদের নিজ নামের বরাদ্দকৃত সীটে অদ্য ৭ সেপ্টেম্বর হতে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হলে অবস্থান করতে বলা হলো এবং বহিরাগত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

হলের ছাত্রীরা বলেন, অনেকে মাস্টার্সের শিক্ষার্থীরা এক সিটে ডাবলিং করে থাকে। কিন্তু রাজনৈতিক সুপারিশে জুনিয়র অনেকে সিঙ্গেল সিটে। আবার অনেকে অবৈধ সিটে থাকেন। এটি আসলে মেনে নেওয়া যায় না। আমরা চাই সবার যার যার সিটে হলের নিয়মানুযায়ী থাকুক।

হলের সহকারী রেজিস্ট্রার রাজ্জাক হোসেন বলেন, নিজ বরাদ্দকৃত সিটে ছাত্রীদের অবস্থান করতে বলা হয়েছে। অনেকে অন্য হল এটাস্ট ছাত্রীরা শেখ হাসিনা হলে আছেন। তাদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন...