পিবিএ,জলঢাকা (নীলফামারী): নীলফামারীর জলঢাকায় শনিবার (১৮মে) সদ্য এসএসসি কৃতকার্য এক ছাত্রীকে ইভ টিজিং করার অপরাধে একরামুল হক(২২) নামের এক যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে পৌরসভার ৩নং ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকার ছাইদুল ইসলামের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে যুবক একরামুল হক ওই মেয়েটিকে স্কুল ও প্রাইভেট যাতায়াতের সময় পথরোধ করে নানান অঙ্গভঙ্গি,অশ্লীল কথা বার্তা বলতো। মেয়েটি এমন সমস্যা তার পরিবারকে জানায়। পরে মেয়েটির বাবা হাফিজুর রহমার হাফিজ উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে অভিযোগ করে।
অভিযোগ দায়েরের কথা শুনে একরামুল আরও বেপরোয়া হয়ে যায় এবং সম্প্রতি ফেসবুক আইডিতে ভুয়া কাবিননামা সাজায়ে বিয়ে হয়েছে বলে প্রচারণা চালাতে থাকে। পূর্বের অভিযোগ ও মিথ্যা কাবিন নামার গুজব ছড়ানোর অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার (১৮মে) দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সুজাউদ্দৌলা গ্রেফতারকৃত একরামুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
পিবিএ/এএস/আরআই