ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলে হামলা, আহত ৫


পিবিএ,নোয়াখালী: এবার নোয়াখালীর বেগমগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলে হামলা চালিয়েছে বখাটেরা।
বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর হাই স্কুলে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, সকালে ছাত্রীরা স্কুলে আসার পথে স্থানীয় চৌধুরী মাস্টার বাড়ির আবদুর রেজ্জাকের পুত্র পারভেজের নেতৃত্বে একদল বখাটে ছাত্রীদের উক্ত্যক্ত করে।

এ সময় একই এলাকার মলঙ্গী বাড়ির লাবলু হোসেনের পুত্র ও স্কুলের ১০ শেনীর ছাত্র অন্তর হোসেন প্রতিবাদ করে। এর জের ধরে ১২ টার দিকে পারভেজের নেতৃত্বে একদল বখাটে দেশীয় ও লোহার রড নিয়ে স্কুলে হামলা চালায়। তারা অন্তত ৫ জনকে পিটিয়ে আহত করে। এরমধ্যে গুরুতর আহত অন্তরকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রডের পিটুনিদে তার ডান পা ভেঙ্গে গেছে।

স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুলের বখাটেদের হামলার ঘটনায় অন্তর নামের একটা ছেলেসহ কয়েকজন আহত হয়েছে। আমরা বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানিয়েছি। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ফিরোজ মোল্লা পিবিএ’কে জানান, স্কুল কর্তৃপক্ষ আমাদের বিষয়টি মৌখিক জানিয়েছি। লিখিত অভিযোগ পেলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/ইএনই/হক

আরও পড়ুন...