ইমরানকে ‘অপরিণত, অর্বাচীন’ বললেন জারদারি

imran

পিবিএ ডেস্ক : ভারতের কাশ্মীরের পুলওয়ামাকাণ্ডের পর থেকেই পাকিস্তানের ওপর সুর চড়িয়েছে ভারত। আন্তর্জাতিক ক্ষেত্রেও পাকিস্তানকে কোনঠাসা করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এবার ঘরের মধ্যেও আক্রমণের মুখে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি চাঁচাছোলা ভাষায় ইমরানকে বলেছেন, ‘অপরিণত, অর্বাচীন।’

গত মঙ্গলবার ইমরান খান বলেন, ‘প্রমাণ ছাড়াই পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে ভারত। হামলা হলে কড়া জবাব দেবে পাকিস্তান।’ পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যেরই সমালোচনা করেন জারদারি। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জারদারি বলেন, ‘আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু সামলানোর মতো অভিজ্ঞতা ইমরানের নেই।’

সেইপ্রসঙ্গে তিনি এনেছেন ২৬/১১ মুম্বাই হামলার প্রসঙ্গও। তার কথায়, ‘আমার সময় মুম্বাইয়ে হামলা হয়েছিল। তখন আমি আপসের মধ্যে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলাম। কিন্তু এখন ইমরানকে দেখে মনে হচ্ছে, তিনি অর্বাচীন। জানেন না কীভাবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হয়। সেইজন্যই পরিস্থিতি জটিল হয়ে উঠছে।’

এমনিতেই জারদারির ‘পাকিস্তান পিপলস পার্টি’র সঙ্গে টক্কর রয়েছে ইমরানের দল ‘তেহরিক-ই-ইনসাফ’-এর। জারদারি রাষ্ট্রপতি থাকাকালীন তিনিই পাকিস্তানের সমস্যার কারণ বলে সুর চড়িয়েছিলেন ইমরান। এবার সুযোগ বুঝে পালটা জবাব দিচ্ছেন জারদারি।

পিবিএ/জিজি

আরও পড়ুন...