পিবিএ ডেস্ক: পাকিস্তানের জামায়াতে উলামায়ে ইসলাম (জেইউআই) পার্টির নেতা মাওলানা ফজলুর রেহমান শুক্রবার ইসলামাবাদে এক প্রতিবাদী মিছিলে এই আল্টিমেটাম ঘোষণা করেন। হিন্দুস্থান টাইমস হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে মাওলানা ফজলুর রেহমান বলেন, ‘ইমরান খান ভোট চুরি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তার উচিত এখনই পদত্যাগ করা। অন্যথায় আমরাই তাকে উৎখাত করবো।’
তিনি আরো বলেন, ‘যদি সরকার দুইদিনের মধ্যে পদত্যাগ না করে তাহলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমরা সেনাবাহিনীর সঙ্গে কোনো ঝামেলায় জড়াতে চাই না বরং আমরা চাই সরকারি প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকুক।’উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের অনুসারীরাও এই মিছিলে অংশ নিয়েছিলেন। দুর্নীতি নির্মূল এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে গত বছর ক্ষমতায় আসার পর এই প্রথম ইমরান খানের বিরুদ্ধে প্রকাশ্য আন্দোলন হলো।
পুলিশ জানায়, এই প্রতিবাদী মিছিলে ৩৫ হাজারের মতো মানুষ উপস্থিত হয়েছিল। এ উপলক্ষ্যে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সেখানকার কিছু বিদ্যালয়, রাস্তা বন্ধ ছিল এবং কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল।পাকিস্তান সরকারের একজন মুখপাত্র জানান, বিরোধীদের চাপের মুখে সরকার পদত্যাগ করবেন না । তারা গণতন্ত্র রক্ষার কথা বললেও এই আন্দোলন প্রকৃতপক্ষে গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর পাকিস্তানে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীই পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি।
পিবিএ/বাখ