পিবিএ,ডেস্ক: বলিউড অভিনেতা ইরফান খানের দাফন সম্পন্ন হয়েছে। ৫৪ বছর বয়সী এই তারকার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়- মুম্বাইয়ের ভারসোভা কবরস্থানে বিকেল ৩টার দিকে ইরফান খানকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রয়াত এই অভিনেতার পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে চলছে লকডাউন। সেই নিয়ম ভেঙে ইরফান খানকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছিলেন নির্মাতা বিশাল ভরদ্বাজ, কপিল শর্মা এবং মিকা সিং।
শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ার কারণে মঙ্গলবার (২৮ এপ্রিল) মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো ইরফান খানকে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে মৃত্যুবরণ করেন ইরফান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর।
২০১৮ সালের মে মাসে নিওরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হন ইরফান খান। পরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বলিউডের এই অভিনেতা।
পিবিএ/এএম