ইরাকের নাজাফে ইরানি কনস্যুলেটে আগুন, কারফিউ জারি

ইরাকের নাজাফে ইরানি কনস্যুলেটে আগুন, কারফিউ জারি

পিবিএ ডেস্ক: ইরাকের নাজাফ শহরে ইরানের কনস্যুলেট ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মুখোশধারী কয়েকজন দুষ্কৃতকারী বুধবার রাতে কনস্যুলেটটিতে আগুন লাগিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

ইরাকের পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বুধবার রাতে বিক্ষোভকারীদের ভেতর থেকে কিছু মুখোশধারী ইরানি কনস্যুলেট ভবনের চত্বরে ঢুকে পড়ে এবং পুরো ভবনে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনার পর নাজাফ শহরে কারফিউ জারি করা হয়েছে।

ইরাকি পুলিশ জানিয়েছে, ভবনে আগুন ধরিয়ে দেয়ার আগে সেখান থেকে কনস্যুলেট ভবনের কর্মকর্তা-কর্মচারীদেরকে কড়া নিরাপত্তায় সরিয়ে নেয়া হয়।

ইরাকি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুখোশধারী দুষ্কৃতকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছে। কনস্যুলেট ভবনে আগুন দেয়ার পরপরই ইরাক সরকার নাজাফ শহর এবং পার্শ্ববর্তী এলাকায় কারফিউ জারি করে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...