ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে ৪০জন নিহত

পিবিএ ডেস্ক: ইরাকে সরকারবিরোধী সহিংসতা বিক্ষোভে কাঁদানে গ্যাস ও মিলিশিয়াদের গুলিতে অন্তত ৪০জন নিহত হয়েছেন। দুর্নীতি ও অর্থনৈতিক দুর্দশার বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু হলে এ হতাহতের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য দিয়েছে।

বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে এক গোয়েন্দা কর্মকর্তা ও দেশটির প্রভাবশালী আসায়েব আহল আল-হকের এক সদস্যও নিহত হয়েছেন।

পুলিশ সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর আমারায় এই ঘটনা ঘটেছে।

দেশজুড়ে দুই হাজারের বেশি লোক আহত হয়েছেন। বছরের পর বছর সংঘাতের পর মানুষের জীবন মানে উন্নতিতে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক অভিজাতদের প্রতি ক্ষোভ উগরে দিতেই এই বিক্ষোভ।

আলী মোহাম্মদ নামে ১৬ বছর বয়সী এক কিশোর বলেন, আমরা সবাই চারটি জিনিস চাচ্ছি। তা হচ্ছে- চাকরি, পানি, বিদ্যুৎ ও নিরাপত্তা। আমরা কেবল এগুলোই চাচ্ছি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ‌‘বাগদাদে তরুণ বিক্ষোভকারীদের প্রাণ ও রক্ত দিয়ে ইরাক তোমাকে রক্ষা করবো’ স্লোগানের মধ্যেই পুলিশকে মুহুর্মুহু কাঁদানে গ্যাস ছুড়তে দেখা গেছে।

চলতি মাসের মাঝামাঝিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধারাবাহিক রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫৭ জন নিহত হয়েছেন। আহত হন আরও ছয় হাজারের বেশি।

বিক্ষোভকারীরা দক্ষিণের নাসিরিয়া শহরে মিলিশিয়াবাহিনী আসায়েব আহল আল-হকের (এএএইচ) একটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। ইরান সমর্থিত এ গোষ্ঠীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে আরও অন্তত ৯ জনের মৃত্যু হয়।

তেলসমৃদ্ধ বসরায় তিন বিক্ষোভকারী, হিলা ও সামাওয়াতে আরও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নিরাপত্তা সূত্রগুলো।

দিওয়ানিয়া শহরে আগুন লাগিয়ে দেওয়া একটি ভবনের ভেতর আটকা পড়ে ১২ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে পুলিশের বিভিন্ন সূত্রের পাশাপাশি হাসপাতালের মর্গের কর্মকর্তারা জানিয়েছেন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...