পিবিএ ডেস্ক: ইরানের ওপর নতুন করে আরো বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শনিবার বিকেলে এক টুইটার বার্তায় এ তথ্য জানান। ট্রাম্প টুইটে লিখেছেন, আগামী সোমবার থেকে ইরানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং নতুন নিষেধাজ্ঞা ইরানের পরমাণু অস্ত্র তৈরির কাজ আরো কঠিন করে দেবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের আচরণ পরিবর্তন না করলে অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে বলে জানান ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ‘ইরান যদি একটি সমৃদ্ধ রাষ্ট্র হতে চায়, তবে সেটি আমার কাছে ঠিক আছে, কিন্তু, তারা কখনোই তা হতে পারবে না যদি না তারা পাঁচ-ছয় বছর ধরে পারমাণবিক অস্ত্র তৈরি করতে থাকে।’ এছাড়া হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেয়ার জন্য এ নিষেধাজ্ঞা জরুরি। গত বৃহস্পতিবার মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করায় ইরানে সামরিক হামলার অনুমতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা চালানো হবে এমন প্রস্তুতির শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। ট্রাম্প শুক্রবার বলেন, ‘আমি একজন জেনারেলকে জিজ্ঞেস করি, হামলার করলে কতজন মারা যাবে, জেনারেলের উত্তর ছিল ১৫০ জন।
ট্রাম্প আরো বলেন, ‘একটি মানুষহীন ড্রোন ভূপাতিত করার জবাবে ১৫০ মানুষের মৃত্যু যুক্তিযুক্ত হত না।’ অন্যদিকে মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার পর ইরানের রেভ্যুলুশনারি গার্ডস কর্পস’র (আইআরজিসি) কমান্ডার বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। জেনারেল হোসেইন সালামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেন, মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের জন্য একটি পরিস্কার বার্তা। তিনি আরো বলেন, ‘কোন দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে ইরানের ইচ্ছা নেই, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।’
পিবিএ/বাখ