ইরানের কাছেও প্রমাণ চাইলো পাকিস্তান

imran

পিবিএ ডেস্ক : সন্ত্রাসে মদত এবং পরে তা অস্বীকার করার ধারা বজায় রেখেছে পাকিস্তান। পুলওয়ামা সন্ত্রাসের মতোই ইরানের সেনা কনভয়ে জঙ্গি-হানার দায়ও অস্বীকার করল পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, এ বিষয়ে তেহরানের কাছে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ চাওয়া হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তানে আত্মঘাতী হামলায় রেভলিউশনারি গার্ড বাহিনীর ২৭ সেনা নিহত হয়েছিলেন। পুলওয়ামার ধাঁছেই সেনা কনভয়ে বিস্ফোরণের ওই ঘটনায় আহত হয়েছিলেন ১৩ জন। হামলার পিছনে বেলুচিস্তানের সুন্নি জঙ্গিগোষ্ঠী জৈশ-আল-আদেল রয়েছে বলে দাবি তেহরানের। জৈশ এবং সিস্তান-বেলুচিস্তানের আরেক সুন্নি জঙ্গিগোষ্ঠী জুনদাল্লাহের পিছনে পাক মদত রয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ ইরানের। সিস্তানের হামলার পরেও সরাসরি ইসলামাবাদের বিরুদ্ধে সরব হয়েছিল ইরান ফৌজ এবং সে দেশের সরকারি সংবাদসংস্থা ‘ইরিনা’। যদিও হামলার পরেই ইমরান খানের সরকার ঘটনার কড়া নিন্দা করে বিবৃতি দিয়েছিল।

এরপর বুধবার, রেভলিউশনারি গার্ডের মুখপাত্র, ব্রিগেডিয়ার মহম্মদ পকপৌর গত বুধবার বলেন, ‘তদন্তের পরে আমরা নিশ্চিত হয়েছি হামলাকারী জঙ্গি পাকিস্তানের নাগরিক।’ পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এরপর বলেছিলেন, ‘আমরা ইরান সরকারের সঙ্গে সমস্ত তথ্যের আদান প্রদান এবং তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...