ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

ইরানের সেনাবাহিনীর অভিজাত ও প্রভাবশালী শাখা রেভ্যুলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-

পিবিএ ডেস্ক: অবশেষে ইরানের সেনাবাহিনীর অভিজাত ও প্রভাবশালী শাখা রেভ্যুলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আইআরজিসি ইরানি সরকারের বিশ্বব্যাপী সন্ত্রাসী অভিযান পরিচালনা ও বাস্তবায়ন করার প্রাথমিক মাধ্যম।

সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে এসব কথা বলেন। ওয়াশিংটন প্রথমবারের মতো অন্য কোনো দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে।

বহুদিন ধরেই গুজব চলে আসছে ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গ্রুপ ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র। গত বছর ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটনের বের হয়ে যাওয়ার ঘোষণার পর থেকে দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছেছে। চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে ইরানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের এ ঘোষণার ফলে দুদেশের মধ্যে উত্তেজনা আরো এক ধাপ বৃদ্ধি পাবে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আইআরজিসির সঙ্গে সম্পর্কের অভিযোগে বেশকিছু সংস্থা ও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে, কিন্তু পুরো সংস্থা এমন করে পুরো সংস্থাকে করেনি।।

ট্রাম্প আরও বলেন, এই ঘোষণা আইআরজিসির সঙ্গে ব্যবসা এবং সমর্থন আরও ঝুঁকি বাড়িয়ে তুলবে।

ট্রাম্প বলেন, যদি আপনি আইআরজিসির সঙ্গে ব্যবসা করতে যান তাহলে আপনি ব্যাকিং সন্ত্রাসবাদ করছেন। এ নিয়ে মাইক পম্পেও মুখ খুলেছেন।

১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবের পরে শিয়া মতালম্বী শাসন ব্যবস্থা রক্ষায় গঠন করা হয় ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি। ইরানের সবচেয়ে ক্ষমতাধর নিরাপত্তা সংস্থা বিবেচনা করা হয়। ইরানের অর্থনীতির বড় একটি অংশের নিয়ন্ত্রণ রয়েছে বাহিনীটির। রাজনৈতিক ব্যবস্থার ওপরও প্রভাব রয়েছে তাদের।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...