পিবিএ ডেস্ক: দুই দেশের সীমান্ত অস্থিরতা নিয়ে পাঁচ বছর পর মঙ্গলবার তেহরানে ইরানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। খবর ইয়েনি শাফাক।
তবে এ বৈঠককে ইতিবাচকভাবে দেখছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রাহীরা। এ বৈঠককে তারা স্বাগত জানিয়েছে। বুধবার হুতি সদস্য মোহাম্মদ আলী এক টুইট বার্তায় ইরানে সফরকারী আমিরাতি দলকে স্বাগত জানান।
ওই টুইট বার্তায় বলা হয়,ইরানের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের বার্তাটি ইতিবাচক ছিল। তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।
তুর্কিভিত্তিক ওই গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়,দুই দেশের সীমান্তে পরস্পরের সাহায্য-সহযোগিতা নিয়ে আলোচনা করতেই মঙ্গলবার তেহরান গিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সামরিক প্রতিনিধি দল।
তেহরানে কোস্টগার্ডের সঙ্গে সাত সদস্যবিশিষ্ট আমিরাতি প্রতিনিধি দলের বৈঠক হয়। ইরানি গণমাধ্যম জানায়, ২০১৩ সালে দেশ দুইটির সঙ্গে শেষ বৈঠক হয়েছিল।
আবুধাবি ও ইরানের মধ্যে তিনটি দ্বীপ নিয়ে বিরোধ চলে আসছে। আবুধাবি দাবি করছে দ্বীপ তিনটি ইরান দখল করেছে।
আমিরাত সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে একত্রিত হয়ে ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের ওপর হামলার পর থেকে তেহরান ও আবুধাবির সঙ্গে পাঁচ বছর ধরে উত্তেজনা চলে আসছে।
পারস্য সাগরে তেলের ট্যাংকারে হামলার ঘটনায় ইরানকে দায়ী করে আসছে আমিরাত।তবে প্রথম থেকেই এটি প্রত্যাখ্যান করে আসছে তেহরান।
মে মাসে আমিরাত বলেছিল, ফুজারিয়া বন্দরের কাছে চারটি তেলের ট্যাংকারে ইরান অন্তর্ঘাত হামলা করেছে। তবে ইরান এ হামলার কথা প্রথ্যাখ্যান করলেও যুক্তরাষ্ট্র ইরানকে তেলের ট্যাংকারে হামলার জন্য দায়ী করে।
পিবিএ/ইকে