পিবিএ ডেস্ক: ২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে যুক্তরাষ্ট্রসহ ৬ পরাশক্তির সাথে সম্পাদিত পরমাণু সমঝোতার পরিবর্তে কংগ্রেস অনুমোদিত পরমাণু চুক্তি চায় ট্রাম্প প্রশাসন। ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
গত বছর পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন বলে আসছে, পরমাণু সমঝোতার অন্যতম সমস্যা হচ্ছে- এতে মার্কিন কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নেয়া হয় নি।
আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ব্রায়ান হুক আরো বলেছেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আমেরিকা। আল-জাজিরার টুইটার পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প বার বার ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন, একইসঙ্গে তার প্রশাসন তেহরানের বিরুদ্ধে দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে শত চাপের মুখেও ইরান সবসময় বলে আসছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা হবে না।
পিবিএ/এএইচ