ইরানে আকস্মিক বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু

ইরানে বন্যা

সংগ্রাম অনলাইন ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।এছাড়া আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দেশটির শিরাজ শহরেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানও হয়।দেশটিতে এমন সময় বন্যা হল, যখন সরকারি ছুটি চলছে। অধিকাংশ অফিস বন্ধ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ফুটেজে দেখা গেছে কর্দমাক্ত পানির তীব্র স্রোত শিরাজ শহরের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে, লোকজন ল্যাম্পপোস্ট আঁকড়ে ধরে ও গাড়ির ছাদে উঠে আত্মরক্ষার চেষ্টা করছেন।

শিরাজেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

আকস্মিক এ বন্যার ধাক্কায় শহরটির কয়েকশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

পারসিক নতুন বছর ‘নওরোজের’ ছুটি চলাকালীন এ প্রাকৃতিক দুর্যোগের সময় অধিকাংশ সরকারি দপ্তরই বন্ধ ছিল।

দুর্যোগ মোকাবিলায় সরকারি দপ্তরগুলোর কোনো গাফিলতি ছিল কি না তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ।

ফার্স প্রদেশের গভর্নর এনায়েতুল্লাহ রাহিমি জানিয়েছেন, বন্যা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী টিম মোতায়েন করা হয়েছে।

ক্ষতি এড়াতে বন্যাক্রান্ত এলাকাগুলোর বাসিন্দাদের ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছেন তিনি।

পরবর্তী কয়েক ঘন্টা ও আসছে দিনগুলোতে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজধানী তেহরানসহ প্রায় সব প্রদেশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...