পিবিএ,ডেস্ক: দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানের একটি পুলিশ স্টেশনের সামনে মঙ্গলবার রাতে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
জইশ আল আদল নামে একটি সুন্নি মুসলমান গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। তারা বলেন, দুটি শক্তিশালী বোমা দিয়ে তারা পুলিশ স্টেশনকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। এতে পুলিশের একটি গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিস্টান-বেলুচিস্তানের পুলিশপ্রধান মোহাম্মদ খানবারি বরাতে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে একটি গ্রেনেডের আঘাতে। এ ছাড়া রাস্তায় সন্দেহজনক বস্তুর একটি প্যাকেট পাওয়া গেছে। বোমা অপসারণ ইউনিট এসে সেটিকে নিষ্ক্রিয় করে দেয়ার আগে বিস্ফোরণ ঘটে। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন।
সিস্টান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে সশস্ত্র মাদককারবারি ও সুন্নি মুসলমান বিদ্রোহীদের সঙ্গে পুলিশের প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রদেশটি সুন্নি মুসলমান বেলুচিসরাই সংখ্যাগরিষ্ঠ।
পিবিএ/এফএস