পিবিএ ডেস্ক: ইরান ও মার্কিন উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম। ইরান বৃহস্পতিবার মার্কিন যুদ্ধ ড্রোন ভুপাতিত করার পর তেলের দাম বেড়েছে ৫ শতাংশ। তেলের দাম আরো বাড়ার আভাশ পাওয়া যাচ্ছে। বিশ্বব্যাপি তেলের দাম ২.৪০ ডলার বেড়ে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৬৪.২২ ডলারে। যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম ২.৯২ ডলার বাড়েছে যা ৫.৪ শতাংশ বেশি । এখন যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি তেল বিক্রি হচ্ছে ৫৬.৬৮ ডলারে। খুব তাড়াতাড়ি এই তেলের দাম ৩ ডলার পর্যন্ত বাড়ার আবাস দেয়া হচ্ছে।
পিবিএ/বাখ