পিবিএ ডেস্ক : কলকাতার বাজারেও পিঁয়াজের দাম আকাশছোঁয়া। তবে পেঁয়াজের এই মূল্যবৃদ্ধিকে কাজে লাগিয়ে কলকাতার এক মাছ ব্যবসায়ী অভিনব কৌশল নিয়েছেন। দক্ষিণ কলকাতার চারু মার্কেটের এই ব্যবসায়ী বাজারের আশে পাশে বিজ্ঞাপন লাগিয়ে পোস্টার সেঁটেছিলেন। নিজের দোকানের সামনেও দিয়েছিলেন বোর্ড।
তাতে বলা হয়েছিল, একটি পদ্মার ইলিশ কিনলে ফ্রি পাওয়া যাবে এক কেজি পেঁয়াজ। এই বিজ্ঞাপনে যে কাজ হয়েছে তা সেই মাছ ব্যবসায়ী বাবু বর স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, আগে দিনে দু-চারটি পদ্মার ইলিশ বিক্রি হতো। সেখানে এই পোস্টার ও বোর্ড লাগানোর ফলে বিক্রি বেড়ে গিয়েছে।
আসলে পেঁয়াজের অগ্নিমূল্যের কারণেই যে বিক্রি বেড়েছে তা বাবু বর নিজেও জানেন। আর তাই যতদিন পেঁয়াজের দাম একশ বা তার উপরে থাকছে ততদিন মাছ বিক্রি যে বাড়বে তা তিনি নিশ্চিত। বাবু জানিয়েছেন, পেঁয়াজের টানেই বহু খরিদ্দার আসছেন তার দোকানে। ১৩০০ রুপি কেজি দরের ইলিশ বিক্রি হচ্ছে আগের থেকে অনেক দ্রুত। এখন দিনে ১৫টির কাছাকাছি ইলিশ বিক্রি করতে কোনও অসুবিধা হচ্ছে না। গত তিন দিনে ৪০টির বেশি ইলিশ বিক্রি হয়েছে তার। আগে সেটা ছিল অসম্ভব ব্যাপার।
বাবু জানিয়েছেন, বাবার হাত ধরেই মাছ ব্যবসায় এসেছি। কিছুদিন ধরেই দেখছি পেঁয়াজের দাম নিয়ে চলেছে বিস্তর হৈ চৈ। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে ভেবে দোকানে ওই বিজ্ঞাপন দিই। লিখে দিই, একটা পদ্মার ইলিশ কিনলে বিনামূল্যে পাবেন ১ কেজি ভালো মানের পেঁয়াজ। রবিবার ওই বোর্ড লাগিয়ে দেওয়ার পর খরিদ্দারের সংখ্যা একলাফে অনেকটাই বেড়েছে। ইলিশ ১৩০০ রুপি কেজি হলেও খরিদ্দার আসা দেখে বুঝতে পারছি কৌশল কাজে লেগেছে।
পিবিএ/জেডআই