ইসরাইলকে ‘অপরাধী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করলেন মাহাথির

Mahathir

পিবিএ ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পূর্বনির্ধারিত একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইসরাইলকে ‘অপরাধী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন। মালয়েশিয়া ইহুদিবাদী ইসরাইলি ক্রীড়াবিদদের নিষিদ্ধ করার বিপরীতে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) কুয়ালালামপুরে ২০১৯ সালের ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশীপের আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, মালয়েশিয়ার কুচিংয়ে ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ২০২০ সালের টোকিও প্যারালিম্পিকস এর জন্যে বাছাই পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মুসলিম প্রধান মালয়েশিয়ার সাথে ইহুদি রাষ্ট্রটির কোন কূটনৈতিক সম্পর্ক নেই। ইসরাইলি পাসপোর্ট নিয়ে কেউ দেশটিতে ঢুকতে পারে না। কিন্তু ২০১৭ সালে আইপিসি কে দেশটির পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছিল ইসরাইলের যোগ্য ক্রীড়াবিদদের প্রতিযোগিতাটিতে অংশ নিতে দেয়া হবে।যদিও ৯৩ বছর বয়সী মাহাথিরের নেতৃত্বাধীন দেশটির নতুন সরকারের আমলে পরিস্থিতি পাল্টে গেছে। আইপিসি’র এই সিদ্ধান্তের পর মাহাথির ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি দীর্ঘদিন ধরেই বলে আসছেন, ইসরাইল অন্যায়ভাবে ফিলিস্তিন দখল করে রেখেছে।

গতকাল সোমবার তিনি বলেন, ‘ইসরাইল একটি অপরাধী রাষ্ট্র এবং নিন্দা পাওয়ার যোগ্য।’ তিনি আরো বলেন, ‘আমরা মনে করি ইসরাইলিদের আমাদের দেশে ঢুকতে না দেয়ার অধিকার আমাদের রয়েছে। আর এজন্য বিশ্ব সম্প্রদায় যদি আমাদের নিন্দা করে তবে তাদেরকে ভন্ড বলার অধিকার আমাদের রয়েছে।’ ইসরাইলি সৈন্যরা মার্চ মাস থেকে এখন পর্যন্ত অন্তত ২৪৫ ফিলিস্তিনীকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...