ইসরাইলকে সমর্থনকারী লবিদের কাছে নতি স্বীকার করবে না তুরস্ক। শনিবার ইস্তানবুলে এক ইফতার কর্মসূচিতে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তিনি বলেন, ‘ইসরাইলকে সমর্থনকারীদের সম্পর্কে সচেতন তুরস্ক। কারা ইসরাইল এবং তাদের পেছনের লবিগুলোকে সমর্থন করে সে বিষয়ে আমরা অবগত আছি। আমরা এখন পর্যন্ত এই লবিগুলোর কাছে নতি স্বীকার করিনি এবং ভবিষ্যতেও করব না।’
তুরস্ক এবং অন্যান্য কয়েকটি দেশ ছাড়া ইসরাইল এবং তার পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে খুব কম পক্ষই এ বিষয়ে আওয়াজ তুলেছেন বলেও ইফতার কর্মসূচিতে দেওয়া বক্তৃতায় উল্লেখ করেছেন তিনি।
এরদোগান বলেন, ফিলিস্তিন জনগণের পাশাপাশি, সারা বিশ্বের সমস্ত নিরীহ মানুষ তুরস্কের প্রচেষ্টার সাক্ষী আছে।
তিনি আরও জানান, গাজায় দখলদার ইসরাইলি বাহিনী হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীর পাশাপাশি মসজিদগুলোকেও ইচ্ছাকৃতভাবে হামলার লক্ষ্যবস্তু করেছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।