পিবিএ ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের একটি বিমান বন্দরে জিপিএস কার্যক্রম রহস্যজনক ভাবে অকেজো হয়ে গেছে। তেল আবিব এ জন্য মস্কোকে দায়ী করলেও রাশিয়া সে অভিযোগ নাকচ করে দিয়েছে এবং একে ‘ভুয়া খবর’ হিসেবে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একে গুরুত্ব না দেয়ার আহ্বানও জানিয়েছে।
চলতি মাসের গোড়া থেকে ইসরাইলের বৃহত্তম বিমানবন্দর বেন গুরিয়ার বিমানবন্দরের জিপিএস সংকেত রহস্যজনক ভাবে পাইলট এবং বিমানের জন্য অনির্ভরযোগ্য হয়ে উঠেছে। ইসরাইলের মন্ত্রিসভার এক মুখপাত্র স্বীকার করেন যে গত তিন সপ্তাহ যাবত বেন গুরিয়ার বিমানবন্দরের জিপিএস সংকেতে বিঘ্ন ঘটছে। এর কোনও কারণ খুঁজে পাওয়া যায় নি। ফলে বিমানবন্দর ব্যবহারকারী বিমানের অবতরণ প্রক্রিয়া পরিবর্তন করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান চলাচল নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত কর্তৃপক্ষ এ বিমানবন্দরে যান্ত্রিকভাবে অবতরণ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
একটি বিমানের জিপিএস ব্যবস্থা
জিপিএস সংকেতে বিঘ্ন ঘটার সঠিক কোনও কারণ বের করতে না পারলেও এ জন্য রাশিয়াকে দায়ী করেছে ইসরাইলের একটি সেনা বেতার কেন্দ্র। ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা ধারণা করছেন, উত্তর পশ্চিমাঞ্চলী সিরিয়ার খামেইমিম বিমান ঘাঁটির বিমানের নিরাপত্তায় রাশিয়া যে ইলেক্ট্রনিক যুদ্ধের আশ্রয় নিয়েছে তারই ফলে এমনটি ঘটছে।
এদিকে ইসরাইলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত একে ‘ভুয়া খবর’ হিসেবে অভিহিত করেছেন এবং একে গুরুত্ব না দেয়ার আহ্বান জানিয়েছেন।
পিবিএ/এএইচ