পিবিএ ডেস্ক: ইহুদিবাদী ইসরাইল আরব রাষ্ট্র ওমানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও মাস্কাটে দূতাবাস খুলবে বলে যে দাবি করেছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মাস্কাট।
গতকাল (মঙ্গলবার) ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টুইটার পেইজে এক বিবৃতি দিয়ে বলেছে, “ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্ত পক্ষের মধ্যে যোগাযোগ আবার চালু করতে ওমান সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে যাতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যায়।”
ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন সোমবার যে বক্তব্য দিয়েছেন তার জবাবে ওমানি পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দিয়েছে। কোহেন দাবি করেন, আরব রাষ্ট্র ওমানের সঙ্গে তারা সম্পর্ক নবায়ন করবে। একইসঙ্গে মাস্কাটে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির কার্যালয় খোলা হবে।
সোমবার হার্জলিয়া সম্মেলনে মোসাদ প্রধান ইয়োসি কোহেন এসব কথা বলেন। তিনি বলেন, “সম্প্রতি ওমানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কের কথা ঘোষণা করা হয়েছে এবং সেখানে এখন ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির কার্যালয় খোলা হবে। অনেক গোপন কিছুর মধ্যে এটি একটি তৎপরতা মাত্র।”
পিবিএ/এএইচ