রাজন্য রুহানি,জামারপুর: জামালপুরের ইসলামপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের। সভায় কোরান তেলাওয়াত করেন গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন সাদা।
পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও উন্নয়ন সংঘের সহযোগিতায় “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় পুষ্টি বিষয়ক কার্যক্রমের হালনাগাদ তথ্যাদি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন উন্নয়ন সংঘের জেসমিন প্রজেক্টর প্রতিনিধি রেবেকা সুলতানা।
পুষ্টি বিষয়ক চলমান কার্যক্রম তুলে ধরেন পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের ম্যানেজার অঞ্জন কুমার এবং পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রোগ্রাম অফিসার বুরহান উদ্দিন।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এএএম রেজুয়ান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল আলিম, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক খাদেমুল হক বাবুল এবং চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ফয়জুর রহমান ফারুক।