ইসলামপুরে শুরু হয়েছে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্দাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। উপজেলার ২ লাখ ৩ হাজার ৭২৮ জন ভোটারের মধ্যে বিতরণ করা হবে এই কার্ড। চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ইসলামপুর হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উদ্বোধনের মাধ্যমে এই স্মার্টকার্ড বিতরণ শুরু হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

স্মার্ট কার্ড বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইসলামপুর পৌরসভাসহ ১২টি ইউনিয়নের ২ লাখ ৩ হাজার ৭২৮ জন ভোটারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত এই কার্ড বিতরণ কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কার্ড নেওয়া যাবে।

কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, এবারের স্মার্ট কার্ডে ব্যক্তির নাম (বাংলা ও ইংরেজি), মা-বাবার নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকছে। কার্ডের পেছনে থাকছে ব্যক্তির ভোটার এলাকার ঠিকানা, রক্তের গ্রুপ ও জন্মস্থান। তবে সব মিলিয়ে স্মার্ট কার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্যভান্ডারে ৩২ ধরনের তথ্য থাকছে, যা মেশিনে পাঠযোগ্য হবে।

আরও পড়ুন...