ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

 

প্রতীকী ছবি

পিবিএ, জামালপুর : রাস্তা পার হবার সময় সিএনজি চাপায় মৃত্যু হয়েছে হায়দার আলী (৭৫) নামে এক বৃদ্ধের। শনিবার (৫ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে ইসলামপুর-জামালপুর মহাসড়কের দক্ষিণ দড়িয়াবাদ এলাকায়। নিহত হায়দার আলী জামালপুর জেলার ইসলামপুর পৌর শহরের মৃত ইলাহী শেখের পুত্র।

স্থানীয়রা জানায়, বিকেল ৪টার দিকে রাস্তা পার হবার সময় পেছন থেকে হায়দার আলীকে ধাক্কা দিয়ে চলে যায় একটি দ্রুতগামী সিএনজি। সিএনজিটি দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। গুরুতর আহত অবস্থায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন পিবিএকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবার এ ঘটনায় থানায় কোনো মামলা করেনি। অপমৃত্যুর মামলাও হয়নি।

দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) পিবিএকে জানান, ইসলামপুর থানা থেকে খবর পেয়ে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে দেওয়ানগঞ্জ থানার পুলিশ সিএনজিটিকে আটক করেছে। সিএনজির নম্বর হচ্ছে- জামালপুর-থ-১১-১৪৭৫।

পিবিএ/রাজন্য রুহানি/জেডআই

আরও পড়ুন...