মো. শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: আফ্রিকা মহাদেশের প্রবাসী বাংলাদেশিদের প্রিয় সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকা’র ২০২৩ ও ২০২৪ সালের সভাপতি মো.মোশাররফ হোসাইন জেনারেল সেক্রেটারি মো.ইব্রাহীম আহমেদ নির্বাচিত হয়েছে।
রবিবার (১৬জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ফোর্ডসবার্গে কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত এক সদস্য সম্মেলনে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে আফ্রিকার সকল সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সদস্যদের অনলাইনে দেয়া প্রাপ্ত ভোটে কেন্দ্রীয় সভাপতি মোঃ মোশাররফ হোসাইন সেক্রেটারি জেনারেল ইব্রাহীম আহামেদ নির্বাচিত হয়েছেন।
সদস্যদের ভোটে ছয় জন এবং মনোনীত এক জন সহ ৭জন কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। যথাক্রমে ইব্রাহিম আহমেদ, আলী আকবর, আবুল কাশেম, মাওলানা সামছুল হক, কাজী আব্দুল হান্নান, আব্দুল হান্নান মোল্লা সহ মনোনিত মাওলানা আব্দুল হান্নান। এবং এরা উভয় আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
এছাড়া কেন্দ্রীয় সেক্রেটারি সদস্য হিসেবে দায়িত্ব প্রাপ্তরা হলেন জেনারেল সেক্রেটারি ইব্রাহীম আহমেদ, সহকারী সেক্রেটারি আলী আকবর ও আবুল কাশেম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামছুল হক, পাঠাগার সম্পাদক কাজী আব্দুল হান্নান, প্রকাশনা সম্পাদক আবু তৈয়ব খোকন, মিডিয়া সম্পাদক আব্দুল মনিম মুন্না, প্রচার সম্পাদক বানিয়ামিন, দাওয়া সম্পাদক মুন্সি হাসান ইমাম অপু, যুব ও ক্রিড়া সম্পাদক মো.শরীফ উদ্দিন, অর্থ সম্পাদক আমানত উল্লাহ ফারুক।