ইসলাম ধর্মকে নিয়ে বিরূপ মন্তব্য, শিক্ষার্থীদের ক্ষোভ

পিবিএ,কুবি: ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি গ্রুপে বিরুপ মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের জয়দেব চন্দ্র শীল নামে এক শিক্ষার্থী। এতে বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক গ্রুপগুলোসহ নানা মহলে তার এ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শাস্তির দাবি করছে শিক্ষার্থীরা।
জানা যায়, শনিবার রাতে ‘Voice of America’ নামে একটি ফেইসবুক পেইজের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিওর একটি কমেন্টে ‘All muslims in the world believe only on terrorism ideology that had been exercised by Hazrat Muhammed (s).’ লিখে কমেন্ট করেন। এ কমেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজরে আসলে তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে সমালোচনার ঝড় ওঠে। কেও কেও জয়দেবকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানায়। শিক্ষার্থীরা তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জোর দাবি জানান।
জাবেদ হোসাইন নামে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপের এক স্টাটাসে কমেন্ট করেন,‘তাকে আইসিটি আইনে মামলা করে বিচারের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয় থেকে আজিবনের জন্য বহিস্কার করা হোক।’
অভিজিৎ বণিক নামে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গ্রুপে তার স্টাটাসে বলেন,‘যে অন্যর ধর্মকে শ্রদ্ধা করতে পারে না, সে কখনো নিজের ধর্মকেও শ্রদ্ধা করতে পারে না, আপনি নাস্তিকের থেকেও কোনো অংশে কম নয়, এরকম তুচ্চ মন্তব্য করে নিজের ধর্মের মানুষদের ফেলেছেন অস্বস্তিকর অবস্থায়। তীব্র নিন্দা জানাই এবং শাস্তির দাবি জানাই।’
এদিকে জয়দেবের বিরুদ্ধে এর আগে বিভিন্ন সময়ে ইসলাম বিদ্বেষী ভিডিও শেয়ার ও তার ফেইসবুক বন্ধুদের মেসেঞ্জারে পাঠানোরও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জয়দেব চন্দ্র শীল বলেন,‘আমি ঐ গ্রুপটিতে যারা কমেন্ট করেছে তাদের উদ্দেশ্য এটি কমেন্ট করেছিলাম। পরে আমার ভুল বুঝতে পেরে আমি সেটা মুছে দেই। আমি এর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
পিবিএ/জেআই/জেডআই

আরও পড়ুন...