ইসিতে যত অভিযোগ শাহ মোয়াজ্জেমের

পিবিএ,ঢাকা: লেভেল প্লেইং ফিল্ড দেখছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও মুন্সিগঞ্জ-১ আসনে দলটির মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুর ১ টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তার নির্বাচনী এলাকার অভিযোগ জানাতে আসেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন।

শাহা মোয়াজ্জেম সাংবাদিকদের জানান, গত শনিবার সিরাজদিখানের কুচিয়ামোড়ায় অসুস্থ কর্মীকে দেখতে যাওয়ার সময় ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমার ও আমার নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায়। ৫ থেকে ৬টি গাড়ি তারা ভাঙচুর করে। ৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। আমাকেও কয়েক দফা গুলি করেছে। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করেও পুলিশের সহায়তা পাইনি।

ইসি ও পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, প্রতিদিনই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে ইসি। অথচ আমার ওপর হামলা করা হলে পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে প্রতিকারের কোন ব্যবস্থা নেননি। সবসময়ই বলে লেভেল প্লেইং ফিল্ড। অথচ লেভেল প্লেইং ফিল্ড কাহাকে বলে? লেভেল প্লেইং ফিল্ড কি? আমি তো কিছু পেলাম না। আমার কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করা হয়েছে। আসলে কোনখানে লেভেল আর কোনখানে প্লেইং- সেটা তো বুঝলাম না।

নির্বাচন কমিশন সচিব ও একজন কমিশনারের সাথে দেখা করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন বলে জানান। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে, ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/এসআই/জেডআই

আরও পড়ুন...