ইহুদিরা আল-আকসা মসজিদে ঢুকে পড়েছে

পিবিএ ডেস্ক: পবিত্র ভূমি জেরুজালেমের সবচেয়ে পবিত্র ও স্পর্শকাতর স্থান আল-আকসা মসজিদে প্রবেশ করেছে দখলদার ইহুদিরা।

জানা গেছে, বৃহস্পতিবার ইহুদিরা তাদের ‘সুক্কত’ উৎসবকে কেন্দ্র করে আল-আকসা মসজিদে প্রবেশ করে।

তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কত উপলক্ষে শত শত কট্টরপন্থি ইহুদি আল-আকসা মসজিদে প্রবেশ করে। তাদের আল-আকসায় প্রবেশ করতে সহায়তা করছে ইসরায়েলি পুলিশ।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে ইসরায়েলি পুলিশের সহায়তায় আল-আকসা মসজিদে প্রবেশ করে পাঁচশ ১৫ জন কট্টরপন্থি ইহুদি।

সম্প্রতি বেশ কয়েকবার জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা চালায় দখলদার ইহুদিরা। প্রতিবারই তারা ইসরায়েলি বাহিনীর কড়া পাহারায় হামলা চালানোর অভিযোগ রয়েছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...