ইয়ামাহার রাইডার্স ক্লাবের রোমেল সাতক্ষীরায়

পিবিএ,সাতক্ষীরা: সাতক্ষীরায় ইয়ামাহার রাইডার্স ক্লাবের ওয়াহেদ রেজা রোমেল। একটানা ৩ মাস মটর বাইকে করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানোর জন্য বাড়ি ছেড়েছেন বাইক রাইডার ঢাকার ওয়াহেদ রেজা রোমেল

তিনি ইয়ামাহা রাইডার্স ক্লাবের একজন অন্যতম সদস্য। তেতুলিয়া থেকে যাত্রা শুরু করে ১৭২ উপজেলা ঘুরে সাতক্ষীরায় পৌছেছেন সোমবার(২৪ জুন)।
মঙ্গলবার (২৫ জুন)সকালে সাতক্ষীরায় বাইকারদের সাথে মতবিনিময় করেন। বর্তমানে তার যাত্রার ১৭৩ তম উপজেলা সাতক্ষীরা। তার এই যাত্রা কালে সড়কে চলাচলে বাইকারদের নিরাপত্তা, সচেতনতাবৃদ্ধিসহ বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা বাইকারদের সাথে আলোচনা করেন। এসি আই মটরস্ লিমিটেড এর উদ্যোগে সারা বাংলাদেশের ইয়ামাহা রাইডাস্ ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
ইয়ামাহা জ ১-৫,ঠ-৩ (গটঠও ঝঞঅজঊ) এর ব্যাপারে সদস্য ও জনসাধারনের সাথে ইয়ামাহা সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা করেন।

সাতক্ষীরায় উপস্থিত হয়ে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন প্রেজটিজ মটরস্ ইয়ামাহার সাতক্ষীরার ম্যানেজার শাহিন, বাইকার মিন্টু, আয়াত উল্লাহ মুজাহিদ, আজিজুল ইসমলাম, ফরহাদ হোসেন, আসিফ রহমান, অমিত কুমার ঘোষ প্রমুখ।
তিনি সাতক্ষীরার সব কয়টি উপজেলা ঘুরে অন্য জেলায় পাড়ি জমাবেন। বাইকারদের বিভিন্ন ভাবে দিকনির্দেশনা প্রদানের জন্য এটার তার মূল লক্ষ। এজন্য ইয়ামাহা রাইডাস্ ক্লাব সাতক্ষীরার নেতৃবৃন্দ তাকে ধন্যবাদ জানান।
এব্যাপারে ইয়ামাহা রাইডাস্ ক্লাবের সদস্য ঢাকার ওয়াহেদ রেজা রোমেল পিবিএ,কে বলেন, কিছু লক্ষ উদেশ্য নিয়ে সমগ্র দেশ ভ্রমণ করবো। এর মাধ্যমে বাইকাররা উপকৃত হবে বলে আমি আশাবাদি। তিনি আরো বলেন, বাইক পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতার কথা সদস্যদের মধ্যে ভাগাভাগি করার ফলে বাইকাররা উপকৃত হবে। তাদের মধ্যে সচেতনতার নতুন দিগন্ত সৃষ্টি হচ্ছে বলেও তিনি আরো জানান।

পিবিএ/এইচএস/হক

আরও পড়ুন...