ঈদকে সামনে রেখে নানা রকম বাহারী ডিজাইন ও নানা রঙের শাড়ী, সালোয়ার কামিজসহ শিশুদের বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার সাজিয়ে বসে আছেন দোকানীরা। ঈদের আর বেশী দিন বাকি নেই। দুই এক দিনের মধ্যেই উপচে পড়া ভিড় দেখা যাবে রাজধানীর দোকানগুলোতে। এমনই আশা করছেন ব্যবসায়ীরা। ছবিটি ঢাকার গাউছিয়া মার্কেট থেকে তোলা। বৃহস্পতিবার, ২৩ মে। ছবি : পিবিএ