ঈদযাত্রায় নির্বিঘ্নে ঘরে ফিরছে ঘরমুখো মানুষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর নির্বিঘ্নে ঘরে ফিরছে ঘরমুখো মানুষ।

রবিবার (৩০ মার্চ) সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় নৌপথে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চ যাত্রীদের সাথে কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, তিনি এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের প্রতি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এই সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান, নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ঢাকা অঞ্চলসহ নৌপথের সাথে সংশ্লিষ্ট এবং আইন-শৃঙ্খলায় নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাবৃন্দ ।

আরও পড়ুন...

preload imagepreload image