ঈদুল আজহা উপলক্ষে মাদ্রিদে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


পিবিএ,স্পেন: পবিত্র ঈদুল আজহা ২০১৯ উপলক্ষে হবিগঞ্জ ইয়ংষ্টার স্পোটিং ক্লাব এর উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোক কুঞ্জের সহযোগিতায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের গত মঙ্গলবার ( ১৪ আগস্ট ) বিকেলে মাদ্রিদের অদূরে এল ক্যাসল ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এ খেলায় টাইগার মাদ্রিদ ও ঢাকা ফ্রুটাস স্পোটিং ক্লাব দল অংশগ্রহন করে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকা ফ্রুটাস স্পোটিংক্লাব দলটি নির্ধারিত ১৬ ওভারে ১৪৮ রান সংগ্রহ করে। জবাবে ১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে টাইগার মাদ্রিদ এর উদ্বোধনী ব্যাটসম্যান রাব্বী এবং টপঅর্ডার ব্যাটসম্যান জুনেলের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র তিন উইকেট হারিয়ে চার ওভার হাতে রেখে দুর্দান্ত জয় লাভ করে। বল হাতে তিন উইকেট নেন টাইগার মাদ্রিদের বোলার আসলাম বক্শি পারেস।

উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক কবির আল মাহমুদ, ক্ৰিরানুরাগী নাজিম উদ্দিন, নিজাম উদ্দিন তুহিন, ইমরান খান ও জাহিদুল ইসলাম প্রমুখ। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন আলোক কুঞ্জের সোহেল রানা, হানিফ মিয়াজী, আবিদুর রহমান জসিম ও মিন্টু আহমদ প্রমুখ।

ঈদুল আজহা পরবর্তী এই ক্রিকেট ম্যাচে উপভোগ করতে বিপুল সংখ্যক প্রবাসী ক্রিকেটপ্রেমী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। বিজয়ীদলের ম্যান অব দ্যা ম্যাচ রাব্বিকে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রবাসে নতুন প্রজন্মকে খেলাধূলায় আগ্রহীকরণে এরকম টুর্নামেন্ট আয়োজনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

পিবিএ/কবির আল মাহমুদ/ইকে

আরও পড়ুন...