পিবিএ : এবার ঈদে ফ্যাশনপ্রেমীদের মাঝে আগ্রহ তৈরি করেছে পকেটশাড়ি। এবারের ঈদবাজারের ব্যতিক্রমী উদ্ভাবন পকেটশাড়ি। কর্মব্যস্ত নারীর কথা মাথায় রেখে তৈরি করা ব্যতিক্রমী এই শাড়ি সাড়া ফেলবে বলে মনে করছেন ডিজাইনাররা।
শাড়ি আর বাঙালি নারীর ভালোবাসা যুগ যুগের। সময়ের পরিক্রমায় এই ভালোবাসা আর আবেদন কমেনি এতোটুকুও। তবে, বর্তমান সময়ে অনেকটাই পাল্টেছে নারীর দৈনিন্দন জীবনযাপন আর চাহিদা। আর এসব কথা মাথায় রেখেই, শাড়িতে এক দুঃসাহসিক পরিবর্তন এসেছেন নতুন এক ডিজাইনার। তার বিশ্বাস এই পকেট শাড়ি এবার আলোড়ন তুলবে ঈদ বাজারে।
শাড়ির পাড়, আঁচল আর জমিনের কারুকাজ নিয়েই এ পর্যন্ত চলে এসেছে যত পরীক্ষা-নিরীক্ষা। তবে, অবয়বে কোনো পরিবর্তন দেখা যায়নি কখনই। কিন্তু, যুগ বদলেছে। মোবাইলফোনসহ প্রয়োজনীয় টুকিটাকি জিনিস রাখার জন্য শাড়িতেও একটি পকেট জুড়ে দেয়া যেতেই পারে। এই ব্যতিক্রমী চিন্তা করেছেন তরুণ ডিজাইনার নীলিমা সরকার।
কোন চিন্তা থেকে শাড়িতে পকেট যুক্ত করার চিন্তা এসেছে? এমন প্রশ্নের জবাবে, অনিন্দ্য অনলাইন শপ এর স্বত্ত্বাধিকারী ও পকেটশাড়ির ডিজাইনার নীলিমা সরকার পিবিএ’কে বলেন, ‘শাড়ি পড়লে অনেক ঝামেলা। একটা ব্যাগ বা পার্টস বহন করতে হয়। আর মোবাইল ফোন তো নিত্যদিনের সঙ্গী। তাই নারীদের জন্য আমি চিন্তা করেছি যাতে মোবাইল ফোন ও ছোট কোনো পার্টস তারা সহজেই পকেটে রাখতে পারেন।’
তবে, পকেট শাড়ি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পকেট শাড়ি নিয়ে একদিকে যেমন ট্রল হচ্ছে, অন্যদিকে এই শাড়ি বেশ সাড়া ফেলেছে ফ্যাশন সচেতন নারীদের মাঝে।
শাড়িতে পকেটের বিষয়টা কিভাবে নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে একজন বলেন, প্রথমে শুনতে অদ্ভুদ লেগেছে। কিন্তু এখন মেয়েরাও যেহেতু ছেলেদের মতো বাইরে কাজ করছে তাই তাদের শাড়িতে পকেট থাকতেই পারে।
এদিকে, পরিধেয় পোশাক ফ্যাশনেবল হওয়ার পাশাপাশি আরামদায়ক ও সুবিধাজনকও হওয়া চাই। এ কারণে সাশ্রয়ী দামে পকেটশাড়ি এবারের ঈদবাজারে আগ্রহ তৈরি করবে, এমনটাই প্রত্যাশা ফ্যাশনপ্রেমীদের।
পিবিএ/জেআই