ঈদের আগেই চালু হচ্ছে কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল

পিবিএ,ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন নির্মিত দ্বিতীয় মেঘনা, গোমতী ও কাঁচপুর সেতু ঈদুল ফিতরের আগেই খুলে দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে এই সড়কে ঈদের সময় যানজট কমবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘ঈদুল ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মিত দ্বিতীয় মেঘনা, গোমতী ও কাঁচপুর সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’

বুধবার (১৫ মে) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘আশা করি, রোজার ঈদের আগেই তিনটি ব্রিজ উদ্বোধন করতে পারব। ফলে এই তিনটি ব্রিজ দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তিনটি ব্রিজ উদ্বোধন করবেন। আমরা আশা করি, আপাতত ওই পয়েন্টে ভবিষ্যতে কোনও যানজট থাকবে না।’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘কিছুদিন পরই ঈদ উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে এই পথে বিপুল যাত্রী ঘরমুখী হবেন। সড়ক বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন, সেতুগুলো চালু হলে যানজট কমবে। এই ব্রিজ তিনটি নির্মাণের ফলে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় কমবে।’

প্রসঙ্গত, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতর এই তিনটি সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...